বশেমুরকৃবির ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলন উদযাপিত
- গাজীপুর জেলা প্রতিনিধি
- ২৬ মে ২০২৪, ০১:২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) নানা আয়োজনে উদযাপিত হয়েছে ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলন। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পায়রা উড়িয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তনীদের সংগঠন এ অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দিন মিয়া।
ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলন উপলক্ষে মাৎস্যবিজ্ঞান অনুষদের গত ১১টি ব্যাচের মোট ৪৩৯ জন গ্র্যাজুয়েটদের অধিকাংশই তাদের পরিবার নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস এম রফিকুজ্জামান, পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা, প্রক্টর প্রফেসর ড. ফারহানা হক এবং অনুষ্ঠানের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আসলাম হোসেন শেখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা