০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আরো দুই রেকর্ড

-

শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে গতকাল দুই নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিশোরীদের ১০০ মিটার হার্ডলসে বিকেএসপির তাসনিয়া হোসাইন ১৫.৭৪ সেকেন্ডে সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। তিনি ভেঙে দেন ২০১৯ সালে করা নোয়াখালীর রোখসানা বেগসের ১৬.৪১ সেকেন্ডের টাইমিংকে। এ ছাড়া কিশোরীদের ৮০০ মিটার দৌড়ে কিশোরগঞ্জের স্মৃতি আক্তার ২.২৭.৫৫ মিনিট সময় নিয়ে নতুন রেকর্ড করেছেন। আগের রেকর্ডটি ছিল ২০০২ সালে করা রাজবাড়ীর চায়না খাতুনের ২.২৭.৮৬ মিনিট।


আরো সংবাদ



premium cement