১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সেক্টর কার্যনির্বাহী সদস্যদের কর্মশালা

শ্রমিকসমাজকে ইসলামী আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে হবে : মুহাম্মদ শাহজাহান

-

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমজীবী মানুষের শ্রম ও ঘামের ওপরই নির্ভর করে অর্থনীতির চাকা। সমাজ ও রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতিতে রয়েছে শ্রমিকদের অপরিসীম অবদান। কিন্তু শ্রমিকরাই সর্বত্র অধিকার হারা ও নিগৃহীত। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে একমাত্র ন্যায় ও ইনসাফের ধারক ইসলামী আদর্শ। অতএব, সমগ্র শ্রমিকসমাজকে ইসলামী আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে সব জুলুম ও বেইনসাফির মূলোৎপাটন করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সেক্টর কার্যনির্বাহী সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে নগরীর একটি অডিটেরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম এবং মহানগরীর উপদেষ্টা, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন, আবু তালেব চৌধুরী, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement