নয়াপল্টনে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ মে ২০২৪, ০০:০০
শিল্পকলা একাডেমির সামনে গত মঙ্গলবার রাতে ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
গতকাল বুধবার দুপুরে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ভিআইপি টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্রতিবাদী সে্লাগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শ্রাবণ একজন কেন্দ্রীয় নেতা। আমাদের সময়ে কোনো কেন্দ্রীয় নেতার গায়ে কেউ হাত দিতেন না।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের দিকে কেউ তাকাবেন না। মার্কিন স্যাংশন দিয়েছে সে দিকে কেউ তাকাবেন না। এটা সরকারের একটি পরিকল্পিত চক্রান্ত। এ জন্যই শ্রাবণের ওপর হামলা করা হয়েছে।
মিছিলের তত্ত্বাবধান করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মিছিলে আরো উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহা: জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ, সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা