সাবেক এমপি মানু মজুমদারের মৃত্যু
- নেত্রকোনা প্রতিনিধি
- ২৩ মে ২০২৪, ০০:০০
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক এমপি মানু মজুমদার (৭২) মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত মঙ্গলবার দুপুরের দিকে তিনি ঢাকাস্থ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে চিকিৎসার উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত ভারতের বেঙ্গলুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় মানু মজুমদারের দুই মেয়ের একজন কানাডা ও অপর মেয়ে পর্তুগাল থেকে বিমানে ঢাকায় এসে পৌঁছবেন। বৃহস্পতিবার রাত ১২-১টার সময় নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দার পাঁচগাঁও তার খামার বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী, ২ আসনের এমপি আশরাফ আলী খান খসরু, ৩ আসনের এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, ৪ আসনের এমপি সাজ্জাদুল হাসান, ৫ আসনের এমপি আম্মদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমীরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুজ্জামান লিটন ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা