চাপের মুখে বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ২২ মে ২০২৪, ০০:০৫
যুক্তরাষ্ট্র্রের হিউস্টনে গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র্রের তিন ম্যাচের টি-২০ সিরিজ। এতে কাল প্রথম ম্যাচেই চাপের মুখে পড়েছেন টাইগাররা। টসে হেরে ব্যাট করতে নেমে কোনোমতে দেড় শ’ রান টপকানো শান্তদের। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী বোলারদের ওপর চড়াও হন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৬৭। স্টিভেন টেলর ২৬ এবং অ্যারন জোনস ১ রানে ব্যাট করছিলেন। ১৮ বলে চার বাউন্ডারিতে ২৩ রান করা আন্দ্রিয়াস গউসকে মোস্তাফিজের তালুবন্দী করান রিশাদ হোসেন। এছাড়া মাহেদীর বলে শান্তর হাতে লাইফ পাওয়া মোনাক প্যাটেলকে রান আউট করে শরীফুল।
এর আগে বাংলাদেশ ১২তম ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের পঞ্চম উইকেট জুটিতে ৬৮ রান দলের স্কোর ১৫৩তে পৌঁছায়। খোয়া যায় ৬ উইকেট। ৪৭ বলে ৪টি বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৮ রান করেন হৃদয়। রিয়াদ করেন ৩১ রান। ২২ বলের এই ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছক্কা। ইনিংসের শেষ বলে আউট হন হৃদয়। জাকের আলী অনিক ৫ বলে ২ চারে ৯ রান করেন। লিটন দাস যথারীতি ব্যর্থ। ১৫ বলে ১ ছক্কা ও এক চারে ১৪ রান করেন তিনি। এলবিডব্লিউ হন যোসেফ সিংহের বলে। তার মতো অপর ওপেনার সৌম্য সরকারও রান পাননি। ৩ চারে ১৩ বলে ২০ করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটেও রান আসেনি। মাত্র তিন রান করতে খেলেছেন ১১ বল। সাকিব আল হাসান ১২ বলে ৬ রান করেন। স্টিভেন টেইলর ৯ রানে নেন দুই উইকেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা