ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলা
- নিজস্ব প্রতিবেদক
- ২২ মে ২০২৪, ০০:০৫
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রাতে শিল্পকলার সামনে এই হামলা হয়। শ্রাবণ জানান, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয়বাংলা স্লোগান দিয়ে তার ওপর হামলা চালায়। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি ।
এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। রক্তপিপাসু সরকার গণতন্ত্রকামী সৈনিকের রক্ত দিয়ে উল্লাস করছে। কিন্তু সংগ্রামে রক্ত কখনো বৃথা যায় না। সব কিছুরই একদিন বিচার হবে এই বাংলার মাটিতেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা