শোক সংবাদ : অ্যাডভোকেট নুরুল হক হাওলাদার
- ২১ মে ২০২৪, ০০:৩৬
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ শীর্ষা নিবাসী রঘুনাথপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ঢাকা জজকোর্টের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল হক হাওলাদার (৮২) রোববার রাতে ঢাকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার জোহরের নামাজ বাদ রঘুনাথপুর হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে জানাজার নামাজে আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।