১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীকে ইসিতে তলব

-

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ওই প্রার্থীকে সশরীরে ঢাকায় ইসি সচিবালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা সঠিক ও যৌক্তিক না হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে। সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দেয়া লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেয়া হবে না, সে বিষয়ে তার বক্তব্য শুনবে ইসি।
নির্বাচন পরিচালনা-২ অধি শাখা থেকে গতকাল কমিশনের উপ সচিব মো: আতিয়ার রহমানের সই করা চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতীক পেয়ে বড় বড় লাঠির মাথায় আনারস বেঁধে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন রিয়াজ উদ্দিনের কর্মী-সমর্থকরা। এতে জনসাধারণের মধ্যে ভীতির সঞ্চার হয়।
এ ছাড়া সমাবেশে চেয়ারম্যান প্রার্থীর ভাই আশরাফুর রহমান হুমকি দিয়ে বলেন, আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। নেতাকর্মীদের বাঁশের লাঠি নিয়ে তৈরি থাকতে নির্দেশ দেন তিনি। নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমি আশরাফুর রহমান আপনাদের পাশে থেকে প্রতিরোধ গড়ে তুলব। কেউ ঠেকাতে পারবে না।
এরপরই নির্বাচন কমিশন চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তাকে সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জবাব দেয়ার নির্দেশ দেন।
পর দিন ১৪ মে আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যাখ্যা দাখিল করেন রিয়াজ উদ্দিন। তাতে তিনি বলেন, কিছু অতি উৎসাহী কর্মী আচরণবিধি ভঙ্গমূলক কর্মকাণ্ড সংঘটিত করেছে। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এমন জবাব ইসির কাছে সন্তোষজক না হওয়ায় তার প্রার্থিতা বাতিল কেন করা হবে না এবং আইনানুগ ব্যবস্থা কেন নেয়া হবে না, তা জানতে আগামী ২৩ মে বেলা ১১টায় সশরীরে ঢাকায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে কমিশনের সামনে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল