১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জার্র্মানিতে বিমানবন্দর অবরোধ ৮ পরিবেশকর্মী গ্রেফতার

-

জার্মানির মিউনিখ বিমানবন্দরের রানওয়ে অবরোধের দায়ে আট পরিবেশকর্মীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একইসাথে সাপ্তাহিক ছুটির এ ব্যস্ত সময়েও প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করেছে। গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটে তারা বিমানবন্দরের রানওয়ে অবরোধ করেন। পুলিশের এক মুখপাত্র বলেছেন, ছয়জন পরিবেশকর্মী বিমানবন্দরের রানওয়ে অবরোধ করে রাখেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিমানবন্দরের রানওয়ে বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য উন্মুক্ত রয়েছে বলেও জানান তিনি। রয়টার্স।


আরো সংবাদ



premium cement