১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোট বর্জনই বিএনপির আন্দোলন : এ্যানি

-

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট বর্জনই হচ্ছে বিএনপির আন্দোলন, একটা প্রহসনের নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এখন সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন (উপজেলা ও ইউনিয়ন) অনুষ্ঠিত হচ্ছে। এতে জনগণের কোনো উপস্থিতি নেই, জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। বিএনপির কোনো দায়িত্বশীল নেতাকর্মী ভোটে অংশ নেয়নি। আমরা নির্বাচন বর্জন করেছি, জনগণ এ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং করেনি।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় পথচারীদের মাঝে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আমরা জনগণকে বলতে চাই, প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এ দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একটা কর্তৃত্ববাদী শাসন চালানো হচ্ছে। আমরা ভোটকে বর্জন করেছি, আমরা তার ফলাফল পেয়েছি, এটাই আমাদের আন্দোলন।
এ আন্দোলনের মাধ্যমে আমরা সত্যিকারভাবে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুনুর রশিদ, জেলা ছাত্রদল সভাপতি মো: ইব্রাহীম, সম্পাদক মামুনুর রশিদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ দিকে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে মূল শহরে প্রবেশের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।


আরো সংবাদ



premium cement