১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চগড়ে গ্রেফতার নবিপ্রেমিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে

যাত্রাবাড়ী থানা শাখার সম্মেলনে খতমে নবুওয়াত নেতারা
-

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীর জামি‘আ ইসলামিয়া দারুল উলূম মিলনায়তনে খতমে নবুওয়াত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত যাত্রাবাড়ী থানা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামি‘আ ইসলামিয়া দারুল উলূম ঢাকার প্রিন্সিপাল ও সংগঠনের সহকারী মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ মুহিউদ্দিন রাব্বানী।

তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে কাদিয়ানী ফেতনার উৎপত্তি হলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারি (রহ.) তার মূলোৎপাটনে আলমি মজলিসে তাহাফফুজ খতমে নবুয়াত প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে ১৯৯০ সালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তৎকালীন খতিব মরহুম উবায়দুল হক (রহ.) এবং মাওলানা নুরুল ইসলাম জিহাদী (রহ.) এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এটি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে জাতীয় সংসদে খতমে নবুওয়াত আইন পাস করার জন্য আন্দোলন চালিয়ে আসছে। এদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট, এ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে নিজেদের ধর্মীয় পরিচয়ে বসবাস করে কাদিয়ানী সম্প্রদায়কেও নিজেদের ধর্মীয় পরিচয়ে এ দেশে বসবাস করতে হবে।

তিনি আরো বলেন, অত্যন্ত ব্যথিত মনে জানাচ্ছি যে, গত বছর পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী নবীপ্রেমিক জনতার বিরুদ্ধে কাদিয়ানী সম্প্রদায় দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট ৩৭টি মামলায় স্থানীয় আলেম উলামা ও তৌহদী জনতার প্রায় ২৫০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েক হাজার মানুষকে অজ্ঞাত আসামি করে হয়রানি করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। এসব মামলায় অনেকে গ্রেফতার হয়ে কারাবন্দী আছেন। অনেকের নামে ওয়ারেন্ট জারি হয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে এবং ইতোমধ্যে যারা গ্রেফতার হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসার সঞ্চালনায় আরো বক্তৃতা করেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সহকারী মহাসচিব মুফতি কামাল উদ্দীন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, ঢাকা মহানগর ৭-নং জোন সেক্রেটারি মুফতি মাহফুজুর রহমান, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মুফতি আব্দুল্লাহ ইদ্রিস, মুফতি সুলতান আহমাদ, মুফতি তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

সকল