সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির হিরুর ইন্তেকাল
- ১৮ মে ২০২৪, ০০:০০
জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও বরগুনা সদর আসনের সাবেক এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর কমান্ডার অধ্যাপক হুমায়ুন কবির হিরু ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হলে বরগুনা জেলার বেতাগী সদর হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অগনিত আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। গতকাল শুক্রবার বাদ আছর বেতাগী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বেতাগী সিকদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা