০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বুদ্ধপূর্ণিমা ঘিরে ডিএমপির নিরাপত্তামূলক প্রস্তুতি

-

বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আসন্ন বুদ্ধপূর্ণিমা উদ্যাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ২২ মে শুভ বুদ্ধপূর্ণিমাকে ঘিরে সবধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি। কেউ যাতে কোনোপ্রকার নাশকতা করতে না পারে এজন্য ডিএমপির সব অফিসার ও ফোর্স সর্বদা সতর্ক থাকবে। পাশাপাশি আয়োজকদেরও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, একাধিক জায়গায় অনুষ্ঠান হবে এবং প্রত্যেক জায়গায় আয়োজক আলাদা। প্রত্যেকটা জায়গায় আয়োজকদের পক্ষ থেকে একজন ফোকাল পয়েন্ট থাকবেন। আমাদের পুলিশের পক্ষ থেকে একজন ফোকাল পয়েন্ট অফিসার থাকবেন। তারা পারস্পরিক সমন্বয়ে কাজ করবেন।


আরো সংবাদ



premium cement