০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
দক্ষিণবঙ্গ আইনজীবীদের সভা

কোর্ট ফির ৫ শতাংশ বেনাভোলেন্ট ফান্ডে দেয়ার দাবি

-

দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় সরকারি কোষাগারে জমাকৃত কোর্ট ফির ৫ শতাংশ আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ডে জমা করার ব্যবস্থাগ্রহণসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সিনিয়র আইনজীবী শাহ্ মো: খসরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এই দাবি জানান।
অন্য চার দফা দাবি হলো- নবীন ও তরুণ আইনজীবীদের স্কলারশিপ দেয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাকরণ। আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্ত করা এবং প্রত্যেক মামলার রায়ভিত্তিক রায় প্রদানকারী বিচারক ও বিচারপতি প্রণোদনা দেয়ার পদ্ধতি চালুকর।
সভাপতির বক্তব্যে শাহ মো: খসরুজ্জামান বলেন, কোর্ট ফিস আইনজীবীদের মাধ্যমেই জমা হয়। এর ৫ শতাংশ বার কাউন্সিলের প্রদান করা হলে বেনাভোলেন্ট ফান্ড বৃদ্ধি পাবে। তিনি বলেন, আইন পেশার মান বৃদ্ধির জন্য নবীন ও তরুণ আইনজীবীদের স্কলারশিপ দেয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, বিচার বিভাগের ক্ষমতা সীমিত তাই, আদালত অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে রাষ্ট্রকে সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, উচ্চ আদালতের বেশির ভাগ মামলার রায় হতে ১০ থেকে ২০ বছর লেগে যাচ্ছে। এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য মামলাগুলো ত্বরিত গতিতে নিষ্পত্তির জন্য প্রত্যেক মামলার রায়ভিত্তিক রায় প্রদানকারী বিচারককে প্রণোদনা দেয়ার পদ্ধতি চালু করতে হবে। তিনি বলেন, যেভাবে মামলার জট রয়েছে এবং বিচারে দীর্ঘসূত্রতা হচ্ছে এভাবে চলতে থাকলে এক সময় বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলবে।
সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি আইনজীবী শামসুল জালাল চৌধুরী, সহসভাপতি সুরাইয়া বেগম, কাজি শাহানা ইয়াসমীন, এ কে এম আক্তার হোসাইন, যুগ্ম সম্পাদক সৈয়দ আলম টিপু, মো: নাসির উদ্দিন সম্রাট, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement