১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

-

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিশুটি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসছিল বলে জানা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থানা এসআই মো: তারা মিয়া জানান, ক্যান্টনমেন্ট এলাকার সেনামালঞ্চ গেটের পিছনের রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় ওই শিশুর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিভাবে নিচে পড়েছে সে ব্যপারে এখনো কিছু জানা যায়নি। এমনকি ওই শিশু কারো সাথে ট্রেনে ছিল কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তার নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।


আরো সংবাদ



premium cement