১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিরোপা খরা কাটাল জুভেন্টাস

-

৬০ বছরে প্রথমবার ট্রফি জেতার সুযোগ এসেছিল আটলান্টার সামনে। কিন্তু জুভেন্টাসের সাথে পেরে উঠল না দলটি। পরশু রাতে আটলান্টাকে ১-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। তারা রেকর্ড ২২ বার এই টুর্নামেন্টে ফাইনালও খেলেছে। ২০২০-২১ মৌসুমের পর আর কোনো ট্রফি জেতেনি জুভরা।
অর্থাৎ তিন বছর পর অবশেষে শিরোপার দেখা পেলো দলটি।
ম্যাচের চতুর্থ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলটিই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে জুভেন্টাসকে। অ্যালেগ্রি প্রথম কোচ হিসেবে কোপা ইতালিয়া পাঁচবার জেতার রেকর্ড গড়েছেন।


আরো সংবাদ



premium cement