১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা গ্রেফতার ৩

-

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ঝালকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে উঠান বৈঠকে দোয়াত কলম প্রতীকের চেয়াম্যান প্রার্থী সুলতান হোসেন খানের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ ১৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে সুলতান হোসেন খানের ছোট ভাই হেমায়েত উদ্দিন খান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্রলীগ নেতা আলফি শাহরুন শুভ, ইশতিয়াক আহমেদ শোভন ও তুহিন হাওলাদার। এ ছাড়াও এ মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিল রেজাউল করিম জাকির, পৌর কাউন্সিল কামাল শরিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিল হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজকেও আসামি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement