১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নির্বাচন-পরবর্তী সহিংসতা

জামালপুরে সাবেক চেয়ারম্যানের নামফলক ভাঙচুর

-

জামালপুরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতার নামে স্থাপিত রাস্তার নামফলক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা । মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মির্জা আজম চত্বর শেখের ভিটা এলাকায় ফারুক আহাম্মেদ চৌধুরী নামে স্থাপিত সড়কের নামফলকটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
ফারুক আহাম্মেদ চৌধুরী জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি । স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত এসে প্রথমে নামফলকের কিছু অংশ খুলে ফেলে। পরে সেটি ভাঙচুর করে ও পদদলিত করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চলে যায় ।
জামালপুর জেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদের নামফলক ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, ‘জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার বশে এই কাজটি করেছে । তারা শান্ত জামালপুর জেলার আওয়ামী লীগের শান্ত রাজনীতিকে অশান্ত করার চেষ্টা করছে । তিনি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘ফারুক আহাম্মেদ চৌধুরী এ জেলার একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ । তার নামফলক ভাঙচুরের ঘটনা খুবই নিন্দনীয় কাজ। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যদি দলীয় কোনো পদ থাকে তাহলে তদন্ত করে দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি । বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল