বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতেন : হাবিবুর রহমান
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ মে ২০২৪, ০১:৫৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করতেন ঢাকা-৫ আসনের চার বারের এমপি হাবিবুর রহমান মোল্লা। ১৯৭৫ এর ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে নিমর্মভাবে হত্যার পর অনেক দিন আত্মগোপনে থাকতে হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ হাবিবুর রহমান মোল্লাকে। তার পর ধীরে ধীরে অবস্থা কিছুটা অনুকূল হলে দলের কর্মী সংগ্রহে মাঠে কাজ শুরু করেন রাজধানী ঢাকার মাতুয়াইলের এই কৃতী সন্তান। দলের কেন্দ্রীয় পার্টি অফিস পাহারা থেকে শুরু করে সর্বত্রই বিচরণ ছিল তার। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটু বেশি ভালো বাসতেন। আজকে তিনি নেই। তার রেখে যাওয়া অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে ঢাকা-৫ নির্বাচনী এলাকার উন্নয়নের দাবি জানান নেতাকর্মীরা।
যাত্রাবাড়ির ধলপুর কমিউনিটি সেন্টারে গতকাল ঢাকা-৫ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা এসব কথা বলেন। হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ, ঢাকা-৫ নির্বাচনী এলাকা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ও ঢাকা-৫ আসনের এমপি মশিউর রহমান মোল্লা।
বক্তারা বলেন, হাবিবুর রহমান মোল্লা সবসময় কর্মীদের মধ্যে হিংসা-বিদ্ধেষ দূর করে আওয়ামী লীগকে সুসংগঠিত করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপ্রাণ চেষ্টা করেছেন। এককথায় বলতে গেলে তিনি ছিলেন অহিংস রাজনীতির রূপকার ও গণমানুষের নেতা। ঢাকা-৫ নির্বাচনী এলাকার প্রতিটি পরিবারের খবর রাখতেন তিনি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। রাজনীতি করতে গিয়ে তিনি সামরিক সরকার থেকে শুরু করে বিএনপি-জামায়াত সরকারের রোষানলে পড়ে বার বার জেল খেটেছেন। কিন্তু কখনোই তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে আপস করেননি। কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন সবসময়। রাজনীতিতে কর্মী তৈরি ও এলাকার উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মশিউর রহমান মোল্লা (সজল) এমপি বলেন, মরহুম আলহাজ হাবিবুর রহমান মোল্লার আদর্শ ও পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়ে ঢাকা-৫ নির্বাচনী এলাকাকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে।