রায়ের ২৩ বছর পর যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার
- বরিশাল ব্যুরো
- ১৫ মে ২০২৪, ০১:৪৩
বরিশালের বাকেরগঞ্জে আসমান খান হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন খানকে ২৩ বছর পর আটক করেছে র্যাব। পটুয়াখালীর প্রত্যন্ত দ্বীপ রাঙাবালী উপজেলার বড় বাইশদা এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাকে আটক করা হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া অফিসার এএসপি ফয়জুল ইসলাম। আসামিকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
আটক আনোয়ার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত গিয়াস খানের ছেলে।
র্যাব জানায়, পূর্বশত্রুতার জেরে ১৯৯৭ সালের অক্টোবরে প্রতিবেশী আসমান খানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে আত্মগোপনে চলে যান আনোয়ার। ২০০১ সালে বরিশালের একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন। এরপর তিনি গত ২৭ বছর ধরে কৌশলে বিভিন্ন স্থানে পালিয়েছিলেন। এমন ঘটনায় তাকে আটকের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশ র্যাবের কাছে চিঠি দেয়। এরপর র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মেজর মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা