গাজীপুরে ভুয়া এনএসআই অফিস : প্রতারক চক্রের ৬ জন গ্রেফতার
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৪ মে ২০২৪, ০১:০৯
গাজীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নাম ভাঙিয়ে প্রতারণার সাথে জড়িত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে জিএমপি হেডকোয়ার্টারে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত রোববার এনএসআই ও গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভাদাম পশ্চিমপাড়ার জনৈক শহীদ মিয়ার ৫তলা বিল্ডিংয়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওই ফ্ল্যাটটিকে এনএসআইয়ের ভুয়া অফিস হিসেবে ব্যবহার করত। প্রশিক্ষণ, নিয়োগ, বদলিসহ বিভিন্ন কার্যক্রমের আলামত মিলেছে অভিযানে।
গ্রেফতারকৃতরা হলো, লিয়ন (২৫), হুমায়ন কবির প্রিন্স (৩৬), মোজাহিদুল ইসলাম পায়েল (২৩), রাজিয়া সুলতানা (২২), রিপা আক্তার (২১) ও রিখা মনি (১৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়ে জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষের নিকট থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্রের সদস্যরা ফেসবুক আইডি ব্যবহার করে দেশের যুবক ছেলেমেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে এনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) হিসেবে প্রশিক্ষণ প্রদান করে এবং নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড প্রদান করে বিভিন্ন জেলা ও থানায় বদলি দিয়ে থাকে। তাদেরকে প্রশিক্ষণকালীন নিজেদের তৈরি বিধি মোতাবেক পদোন্নতি ও শাস্তি প্রদান করে থাকে। প্রতারণার শিকার মামলার ভিকটিম আফরোজ আশিক সিনথি (১৯) এবং কানিজ ফাতেমাকে (১৮) ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রতারক চক্রের সদস্যরা ভিকটিম দ্বয়কে এনএসআইয়ে চাকরি দেয়ার জন্য ওই ঘটনাস্থলে ৫-৬ মাস যাবৎ প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং ভিকটিমকে বিভিন্ন জেলায় পদোন্নতি প্রদান করে পোস্টিং দেয়ার কথা জানায়। প্রতারক চক্রের সদস্যরা ভিকটিমদেরকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ১৫ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরিপ্রার্থী এক গ্রুপকে ভুয়া পোস্টিং অর্ডার দিয়ে সব টাকা হাতিয়ে নেয়ার পর এই প্রতারক চক্র তাদের প্রশিক্ষণ মডিউল, বই, প্রশিক্ষণ এয়ার পিস্তল, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় গ্রেফতারকৃত প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা