১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেল কারামুক্ত

-

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল জামিনে কারামুক্ত হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি লাভ করেন তিনি। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। এরপর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান হাবিব উন নবী সোহেল।
এর আগে গত ৩১ মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় বিএনপির এই নেতাকে।
ছাত্রদলের সাবেক এই সভাপতির বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি এই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে ওই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ মামলায় তাকে দেড় বছরের সাজা দেয়া হয়। এসব মামলায় হাজিরা দিতে গিয়ে কারারুদ্ধ হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
হাবিব উন নবী সোহেল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। এ ছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব ছিলেন। বর্তমানে তিনি বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব।

 


আরো সংবাদ



premium cement
সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো শুধু একজনই শুনতে পারবেন!

সকল