১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ : মো: সৈয়দ হোসেন

-

দৈনিক আলোকিত সকাল পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি মো: সৈয়দ হোসেন গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি ফুসফুসের প্রদাহজনিত সমস্যায় ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিমনা সৈয়দ হোসেন সামাজসেবীও ছিলেন। গত ১ মে ঠাণ্ডাজনিত কারণে অসুস্থতাবোধ করলে প্রথমে তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পর দিন নিকলী সদর হাসপাতাল থেকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় উপজেলার চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভুঁইয়া জনি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সৈয়দ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

 

 

 


আরো সংবাদ



premium cement