০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে রাজমিস্ত্রির মৃত্যু

-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে বিদ্যুতায়িত হয়ে মো: মোবারক মিয়া (৩২) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। রোববার সকালে রাজমিস্ত্রি মোবারক বিদ্যুতায়িত হওয়ার পর বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে তিনি পুড়ে মারা যান। তবে আগুনে বিদ্যুতের যন্ত্রাংশের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
মোবারক ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলদবাড়ী হাবির মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, রাজমিস্ত্রি মোবারক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের ড্রেন ঢালাইয়ের কাজ করছিলেন। কাজের ফাঁকে তিনি সেখানে গেলে বিদ্যুতায়িত হন এবং তাৎক্ষণিক বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোবারক মারা যান। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement