০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

শ্রীলংকা দলে নতুন মুখ

-

আগামী মাসের টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছে শ্রীলংকা। এতে টি-২০ দলে নতুন মুখ দুনিত ওলেল্লাগে। দলের নেতৃত্বে ওয়ানিন্দু হাসারাঙ্গাই। এছাড়া কামিন্দু মেন্ডিস ও নুয়ান থুসারা আছেন দলে। বর্ষীয়ান অ্যাঞ্জলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকাও যাচ্ছেন আটলান্টিকের অপর পাড়ে। তবে বাদ গেছেন আভিষ্কা ফার্নান্ডো, বিনুরা ফার্নান্ডো ও কুশাল পেরেরা। ইনজুরিতে আক্রান্ত মাহিশা পাথিরানাও ঠাঁই পেয়েছেন দলে। দলের অন্য সদস্যরা হলেন চারিথা আশালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, কুশাল মেন্ডিস, কামিদু মেন্ডিস, মাহিশ থিকসেনা, দুশমান্তা চামিরা ও দিলশান মাথুশাঙ্কা।


আরো সংবাদ



premium cement