১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

মেহেরপুর ও আগৈলঝাড়ায় নিহত ২

-

মেহেরপুরের মুজিবনগরে এক যুবক ও বরিশালের আগৈলঝাড়ায় এক শিশু নিহত হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় সবুজ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তৌফিক নামে অপর এক যুবক মারাত্মক আহত হন। তৌফিককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের পাখি শেখের ছেলে এবং আহত তৌফিক একই গ্রামের আশকার আলীর ছেলে।
জানা গেছে, ঘটনার সময় সবুজ ও তৌফিক মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রতনপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন তারা। এতে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্রান বরুয়া (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ব্রান বরুয়া উপজেলার পাকুরিতা গ্রামের বিপ্লব বারুয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের ছবিখারপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্রান বরুয়া উপজেলা সদর থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে একটি পিকআপের ধাক্কায় ছিটকে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আগৈলঝাড়া থানার উপ পরিদর্শক শফিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement