১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রতারণার অভিযোগ নারীর বিরুদ্ধে

-

মাইশা রুবাইয়াৎ নামে এক নারীর বিরুদ্ধে বিয়ে বাণিজ্য ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। এ ছাড়া নিজেকে কুমারী পরিচয় এবং বিভিন্ন ধরনের তথ্য গোপন করে অন্য একটি দেশের পাসপোর্ট বানিয়ে নিয়েছেন তিনি।
এ ব্যাপারে গত ৫ মে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগের বাসিন্দা করিম নামে ভুক্তভোগী ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন। মাইশা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিমান বন্দর ইমিগ্রেশনকে বিষয়টি অবহিত করার আবেদন করেছেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, ভালোবাসার ফাঁদে ফেলে মাইশা বড়লোক ছেলেদের বিয়ে করে। কাক্সিক্ষত টাকা না পেলে তাদের সাথে বিচ্ছেদ ঘটান এবং যৌতুকের মামলা দেন। এ পর্যন্ত একাধিক বিয়ে করেছেন তিনি। রয়েছে একাধিক সন্তানও। অভিযোগ রয়েছে, স্বার্থ হাসিল করতে সে স্বামীর বিরুদ্ধেও মামলা করেছেন। শুধু তাই নয়, আপন চাচার বিরুদ্ধেও নারী নির্যাতন মামলা করেছেন মাইশা। সেই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে তার বিরুদ্ধে জিডি করেছেন আমেরিকান প্রবাসী চাচা।


আরো সংবাদ



premium cement

সকল