১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সান্তাহার জংশন থেকে মাদকাসক্ত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

-

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে থেকে স্বপন সরদার (৩৮) নামে এক মাদকসেবীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বপন উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ীর ব্রিজ এলাকার মৃত আহমাদ সরদারের ছেলে।
স্থানীয় কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম জানান, বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন স্বপন সরদার। গত কয়েক দিন আগে বাড়ি থেকে বের হন। মঙ্গলবার রাতে পরিবার খবর পায় স্বপন মারা গেছে। তার লাশ সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনির নিচে পড়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, কয়েক দিন ধরে তাকে দেখছি শরীরের গোপন অঙ্গের পাশে অ্যাম্পুল ইনজেকশন করছে। সেখানে ঘা হয়ে ফুলে ফেটে যায়। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়ে সে মারা যায়।


আরো সংবাদ



premium cement