নাগরিক হত্যার দায়ে ভারতকে চড়া মূল্য দিতে হবে : রাশেদ প্রধান
- ০৯ মে ২০২৪, ০০:৩৫
ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক হত্যার দায়ে ভারতকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি গতকাল পঞ্চগড় তেঁতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশী নাগরিককে বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।
রাশেদ প্রধান ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড় তেঁতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতীয় নগ্ন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে সীমান্তে জীবন দিতে হচ্ছে। ২০১১ সালে সীমান্তে ফেলানীকে হত্যা করে ভারতীয় আগ্রাসনবাদ স্পষ্ট জানান দিয়েছে। সেই ভারতের সব হত্যার কাজে সহায়তা করে যাচ্ছে ভারতীয় কৃতদাস নামক আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্তে সব হত্যাকাণ্ডের জন্য ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ভারতের বিরুদ্ধে শুধু পণ্য বয়কট আন্দোলনই নয়, প্রয়োজনে ভারতীয় হাইকমিশন প্রত্যাহারের আন্দোলনও শুরু হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা