রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
- রাজশাহী ব্যুরো
- ০৮ মে ২০২৪, ০০:৩২
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো: ভুট্টু (৩০)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকার মোজাম্মেলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহত ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড়ের মো: মন্টুর ছেলে।
রাজশাহী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, নিহত যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা