শঙ্কায় ম্যানইউ কনফারেন্স লিগও
- ক্রীড়া ডেস্ক
- ০৮ মে ২০২৪, ০০:০০
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-০ রীতিমতো বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। কোচের চোখে যা মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচ। এই পরাজয়ের পরও নিজেকেই উপযুক্ত মনে করেন এরিক টেন হাগ। চরম এই বিপর্যয় কাটিয়ে উঠতে লড়াইয়ের প্রত্যয় শোনালেন তিনি। কোচ হিসেবে নিজের ওপর আস্থা রাখছেন নেদারল্যান্ডসের এই কোচ।
সেলহার্স্ট পার্কে এই পরাজয়ে পয়েন্ট তালিকায় অষ্টম অবস্থান এখন ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে খেলা তো বহুদূর, কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করাটাই পড়েছে এখন শঙ্কায়। এই মৌসুমে লিগে ১৩তম পরাজয় এটি ম্যানইউর। প্রিমিয়ার লিগে এক মৌসুমে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি হারের রেকর্ড এটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৮১ গোল হজম করেছে তারা, গত ৪৭ বছরের মধ্যে তাদের জন্য যা সর্বোচ্চ।
এই পরাজয়ে গত কিছুদিন ধরে ঘুরপাক খাওয়া প্রশ্নটি আবার সামনে উঠে এসেছে, ম্যানইউর দায়িত্বে টেন হাগ কি উপযুক্ত? ম্যাচ শেষে তাই স্কাই স্পোর্টসে টেন হাগকে সরাসরিই জিজ্ঞাসা করা হয়, তার অকপট জবাব, অবশ্যই উপযুক্ত ফুটবলারও আছে। ভালো একটি স্কোয়াড আছে আমাদের।
আমরা যেভাবে গোলগুলো উপহার দিয়েছি, খুবই বাজে ছিল তা। এ রকম হওয়াটা উচিত হয়নি। অবশ্যই আমরা সমস্যায় আছি, তবে এসব মুহূর্তেই তো পরস্পরকে সহায়তা করতে হবে। সবকিছুর পেছনেই কারণ আছে। আজকে (গত পরশু) আমাদের রক্ষণভাগ সবাই দেখেছেন, অবশ্যই সেখানে বড় সমস্যা ছিল। তবে দিনশেষে, এসবের সাথে মানিয়ে নিয়েই চলতে হয়। আমরা লড়াই চালিয়ে যাব। দলকে প্রস্তুত করেছিলাম আমি। তবে যা যথেষ্ট হয়নি। সেটির দায় আমাকে নিতেই হবে। তবে আবার প্রাণশক্তি খুঁজে নেবো ও আগামী রোববারের ম্যাচের জন্য দলকে তৈরি করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা