খুলনায় ফেরী থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
- খুলনা ব্যুরো
- ০৮ মে ২০২৪, ০০:০০
খুলনার দাকোপে পানখালী ফেরী থেকে ঝপঝপিয়া নদীতে পড়ে হৃদি রায় (৭) নামের এক মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। গত সোমবার সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে পরিবারের সাথে বেড়াতে গিয়ে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পানখালী ঘাটে নোঙর করা অতিরিক্ত ফেরী ও পন্টুনের ফাঁক দিয়ে সে পড়ে যায়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও হৃদিকে উদ্ধার করা যায়নি। তবে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হৃদি বটিয়াঘাটা উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা রমেশ রায়ের মেয়ে। হৃদির পিতা রমেশ রায় জানান, তারা করমজল থেকে ট্রলারযোগে বাসায় ফিরছিলেন। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে ট্রলার থেকে ফেরীঘাটে নোঙর করা অতিরিক্ত ফেরীতে নামেন। ফেরীর ওপর দিয়ে দৌড়ে যাওয়ার সময় হৃদি অন্ধকারে ফেরী ও পন্টুনের মাঝে ফাঁকা জায়গা দিয়ে নদীতে পড়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা