১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে তরুণকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক তরুণকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। গত রোববার সন্ধ্যার পর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে তাদের রাজশাহী পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া চারজন হলেন, গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম, কনস্টেবল রেজাউল করিম ও মিলন হোসেন।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম থেকে ওই তরুণকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। ভুক্তভোগী ওই তরুণের নাম সোহান। সে গোগ্রামের কাপড় ব্যবসায়ী মুর্তজার ছেলে।

 


আরো সংবাদ



premium cement