জামালপুরের ইসলামপুরে মাটি চাপায় শ্রমিক নিহত
- জামালপুর প্রতিনিধি
- ০৭ মে ২০২৪, ০০:৪৮
জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকির কুয়া খননের সময় মাটি চাপায় আজিমউদ্দিন (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহত আজিমউদ্দিন পার্থশী ইউনিয়নের রৌহার কান্দা গ্রামের গেতু শেকের ছেলে।
জানা যায়, বোরবার সকালে রৌহার কান্দা গ্রামের আজিমউদ্দিন, কমল শেখ ও নিলয় চন্দ্র পাল নামে তিন শ্রমিক ইসলামপুর সদর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে শুক্কু শেকের ছেলে রফিকুল ইসলামের নির্মাণাধীন বিল্ডিং বাড়ির সেফটি ট্যাংকির কুয়া খনন করতে যায়। নতুন মাটিতে ১৫ থেকে ২০ ফুট কুয়া খননের পর কুয়ারপাড় ভেঙে মাটি চাপায় আটকা পড়ে দুই শ্রমিক।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দীর্ঘ সময় চেষ্টা করে রোববার বিকেল পাঁচটায় কমল শেখকে জীবিত ও আজিমউদ্দিনকে মৃত উদ্ধার করে।