১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
৩৮ নাগরিকের বিবৃতি

ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ

-


ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদান এবং মানবাধিকার হরণের অব্যাহত প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৩৮ নাগরিক। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক, আইনজীবী, শিক, শিার্থী, রাজনৈতিক কর্মী, শিল্পী ও মানবাধিকার কর্মী। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের টিম লিডার গোবিন্দ বর বিয়ের ছদ্মবেশে এক নারীর সাথে প্রতারণা করেছেন। ওই নারীকে যৌতুকের দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন ও জোরপূর্বক বিয়েবিচ্ছেদের চাপ দিয়েছেন। এতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী একসময়ে আদালতের শরণাপন্ন হন এবং জনপরিসরে প্রতিবাদ করেন। তখন ওই নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ-অপবাদ দেয়া হয়। সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানি করা হয়। এই ভুক্তভোগী নারীর পাশে দাঁড়ান মানবাধিকার কর্মী ও গবেষক রেজাউর রহমান লেনিন, মানবাধিকার আইনজীবী রওশন আরা লিনা ও সাংবাদিক ইসমাইল আহসান। এরপর তাদেরও দমনমূলক আইন সাইবার নিরাপত্তা আইনে অভিযুক্ত করে হয়রানির চেষ্টা করেন গোবিন্দ বর। যদিও ঢাকার সাইবার ট্রাইব্যুনাল সেই অপচেষ্টাকে বাতিল করেছেন।

৩৮ নাগরিক বিবৃতিতে সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানান। তারা বলেন, বাতিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইন অগণতান্ত্রিক। আমরা নিপীড়নমূলক এ আইনের অপপ্রয়োগের তীব্র বিরোধিতা করি। এর মাধ্যমে ভিন্নমতকে নীরব করা যায়। এই আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকারও খর্ব করা যায়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছে- ইশরাত জাহান (বন্দিনী পুনর্বাসন উদ্যোগ), মঞ্জিলা ঝুমা (আইনজীবী), মো: আব্দুল কাইয়ুম (সাংবাদিক, ময়মনসিংহ), ফজলে এলাহী (সাংবাদিক, রাঙামাটি), আবু তৈয়ব (সাংবাদিক, খুলনা), শফিকুল ইসলাম কাজল (ফটোসাংবাদিক, লন্ডন), অধরা ইয়াসমিন (সাংবাদিক, ঢাকা), সিরাজাম মুনিরা (শিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দিদারুল ভূঁইয়া (রাজনৈতিক কর্মী), মাইদুল ইসলাম (পিএইচডি গবেষক, যুক্তরাষ্ট্র), দিলীপ রায় (বিপ্লবী ছাত্র মৈত্রী), কনক সারওয়ার (সাংবাদিক, যুক্তরাষ্ট্র), শামীম আশরাফ (সংস্কৃতিকর্মী, ময়মনসিংহ), আহমেদ কবির কিশোর (কার্টুনিস্ট, সুইডেন), এ কে এম ওয়াহিদুজ্জামান (শিক, মালয়েশিয়া), রিতা দেওয়ান (বাউল শিল্পী, মানিকগঞ্জ), শরিয়ত বয়াতি (টাঙ্গাইল), হোসাইন তৌফিক ইফতেখার (সাংবাদিক, চট্টগ্রাম), শাহনেওয়াজ চৌধুরী (মানবাধিকার কর্মী, চট্টগ্রাম), রুদ্র ইকবাল (শিার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়) প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল