ইবি ভিসির সাথে তুরস্কের ইদগির বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সাক্ষাৎ
- ০৫ মে ২০২৪, ০০:০০
তুরস্কের ইদগির বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. মেহমেত হাক্কি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভিসি অফিসে শনিবার এ সাক্ষাৎকালে রেক্টরের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইব্রাহিম।
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো: রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মো: আতিকুর রহমান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মো: আবু হেনা মোস্তফা জামাল, ড. মোহাম্মদ নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় দুইটির মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, ইরাসমাস এবং আইসিএম প্রজেক্টের অংশ হিসেবে তুরস্কের ইদগির বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. মেহমেত হাক্কি এবং বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইব্রাহিম অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আগামী ৫, ৬ ও ৭ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিতব্য তিনটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।