১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে পুনরায় উৎপাদন শুরু

-

আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিটকিরি কারখানা পুনরায় উৎপাদন শুরু করেছে। কারখানা পুনঃচালুকরণ ও মতবিনিময় গতকাল মানিকগঞ্জের সিংগাইরে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাবেক শিক্ষাসচিব ও ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ দিন যাবত বন্ধ থাকা আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবশেষে চালু হয়েছে। নিজস্ব ল্যাব রিপোর্ট অনুযায়ী উৎপাদিত ফিটকিরির পিএইচ মান ২.৮৮। আনানের বর্তমান ক্যাপাসিটিতে দৈনিক ৩০ মে. টন ফিটকিরি উৎপাদন করা সম্ভব। তবে অদূর ভবিষ্যতে এ ক্যাপাসিটি আরো বৃদ্ধি করা যাবে। উৎপাদিত ফিটকিরির পিএইচ মান প্রত্যাশিত ৩.৫ হবে।
তিনি বলেন, সর্বোপরি আনান একটি অত্যন্ত সম্ভবনাময় ও লাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য এ দেশের মানুষের চাহিদা পূরণের জন্যই গড়ে তোলা হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশের জন্য ফিটকিরিকে সস্তা, কার্যকর ও উপযুক্ত জীবাণুনাশক ওষুধ হিসেবে চিহ্নিত করেছে। সাবেক শিক্ষাসচিব বলেন, আনানের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আনানের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার প্রয়োজনীয় সনদপত্রগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে ছিল। বর্তমান পরিচালনা পর্ষদ সনদপত্রগুলো হালনাগাদকরণের বিষয়ে উদ্যোগ গ্রহণ করে।
এ প্রতিষ্ঠানে উৎপাদিত ফিটকিরির বেশির ভাগের ক্রেতা ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা। আদালতে মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন বন্ধ থাকা এই প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনঃচালুকরণের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। গত ২০২২ সালে ৫ জন স্বতন্ত্র পরিচালক এর সমন্বয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন। সরকার আমাকে নিয়োগ দিয়েছে। ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মো: নুরুল হাসান মিয়া এবং পরিচালক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল মো: মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল জামাল ও বিশিষ্ট অ্যাকাউন্টিং প্রফেশনাল মুহাম্মদ সাজিদুল হক তালুকদারকে দায়িত্ব প্রদান করা হয়। পরিচালনা পর্ষদের চেয়াম্যান হিসেবে হাইকোর্ট বিভাগ ১৯ জুন ২০২৩ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ এনজিও বিষয়ক ব্যুরোর সাবেক মহাপরিচালক (গ্রেড-১) মো: রাশেদুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন।
কোম্পানির চোয়ারম্যান সাবেক অতিরিক্ত সচিব রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মেফতাউল করিম, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, কাজী আলমগীর, এনামুল হাসান, মশিউর রহমান, সফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement