জামালপুরে ২৮ এইডস রোগীর সন্ধান
- জামালপুর প্রতিনিধি
- ০১ মে ২০২৪, ০১:৫৭
জামালপুরে ২৮ জন এইডস রোগীর সন্ধান মিলেছে বলে জানা গেছে। গত সোমবার এক কর্মশালায় বক্তারা এ তথ্য প্রকাশ করেন।
কর্মশালায় জানানো হয় জামালপুরে এ পর্যন্ত ২৮ জন এইচআইভি/ এইডস রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একাধিক হিজড়া সদস্য রয়েছে।
জামালপুরের সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা: নজরুল ইসলাম সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। জামালপুরের সিভিল সার্জন ডা: ফজলুল হক কর্মশালায় সভাপতিত্ব করেন ।
স্বাস্থ্য অধিদফতরের এইডস/ এসটিডি কর্মসূচির সহযোগিতায় আয়োজিত কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সাইদুর রহমান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পরিচালক ডা: আনোয়ারুল আমিন আকন্দ, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা: রাফিয়া বিনতে রউফ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান। কর্মশালায় বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা