চকরিয়ায় জমির বিরোধ কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা
- চকরিয়া (কক্সবাজার) সংবাদাতা
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:১৩
চকরিয়ার উপজেলার সাহারবিল ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ভাতিজা চাচা আব্দুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে চমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
স্থানীয়রা জানান, সাহারবিল ইউনিয়নের রামপুর গুরিন্যার কাটা এলাকায় বাড়ীর সীমানায় পাইপ বসানো নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। রবিবার রাতে তারই জের ধরে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পুনরায় সীমানা নিয়ে দু’পক্ষের মধ্যে আবারো ঝগড়ার একপর্যায়ে আপন ভাতিজা তার চাচাকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে ওই দিন রাত ১১টার দিকে মারা যায় বলে নিহতের ফুফা নিশ্চিত করেন। নিহত আব্দুল করিম ওই এলাকার আয়াত উল্লার পুত্র বলে জানা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা