১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সজনে পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট, গাছের ডালেই আটকা লাশ

-

রাজবাড়ীর পাংশায় সজনে পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল আজিজ ফাজু (৪৫) নামে এক কৃষককের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ৩টার দিকে পাংশা পৌরসভার কুরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাজু ওই এলাকার আবদুল লতিফ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক।
মৃত ফাজুর প্রতিবেশী সিরাজুল ইসলাম খান জানান, সোমবার বেলা ৩টার দিকে বাড়ির কাছে গোবিন্দ কুণ্ডুর গাছে সজনে পাড়তে ওঠেন ফাজু। ওই গাছের পাশে বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিল। বিদ্যুতের তারে লেগে সজনে গাছের একটি ডাল আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। তবে বিষয়টি বুঝতে পারেননি ফাজু। ওই ডালে হাত লাগার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ডালে আটকা পড়েন। এ সময় বিদ্যুৎ অফিসে ফোন করা হলে তারা বিদ্যুতের লাইন বন্ধ করে ঘটনাস্থলে এসে মই দিয়ে গাছে উঠে প্রায় আধা ঘণ্টা পর ফাজুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।


আরো সংবাদ



premium cement