কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে আটক ৩
- মংলা (বাগেরহাট) সংবাদদাতা
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৮
খুলনার রূপসায় ১টি দেশীয় শুটার গানসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল।
সোমবার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: মুনতাসির ইবনে মহসীন সারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার আনুমানিক রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব জাবুসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন তিনজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল তাদেরকে থামার সঙ্কেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের আভিযানিক দল তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় শুটার গান পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র, মোটরসাইকেল ও আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্থান্তর করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা