১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীর পদ্মায় ডুবে তাবলিগ জামাতের সদস্যের মৃত্যু

-

রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে তাবলিগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পবা উপজেলার গহমাবোনা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবু হুরায়রা (২৮)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।
তাবলিগ জামাতের স্থানীয় আমির আহমদ আলী তরফদার জানান, ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগের ১৮ জনের একটি জামাত গত ১৮ এপ্রিল রাজশাহীতে আসে। আবু হুরায়রা সে দলেরই সদস্য ছিলেন। সোমবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামেন তিনি। এরপর নদীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক আবু হুরায়রাকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement