১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ : শামসুন্নাহার

-

ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ট্যাক্সবার শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের মা শামসুন্নাহার (৮৫) ইন্তেকাল করেছেন। গতকাল দুপুর ১টায় নড়াইলের গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ পরিবার-পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা গতকাল রাত ৯টায় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নিজ কোলা গ্রামের সরদার পাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক : অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এক যৌথ শোকবার্তায় নেতারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement