বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি প্রতারক দম্পতি গ্রেফতার
- বরিশাল ব্যুরো
- ২৯ এপ্রিল ২০২৪, ০১:০২
বরিশাল নগরীতে স্ত্রী ও দেড় বছরের সন্তানসহ ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে চালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগরীর শের-ই-বাংলা হাসপাতাল সড়কের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) সংলগ্ন স্থানে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এরপর রোববার (২৮ এপ্রিল) সকালে নগরীর পলাশপুরের রসুলপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারী দম্পত্তিকে আটক করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির হোসেন। এ ঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ছিনতাই ও প্রতারণার মামলা হয়েছে।
পুলিশ জানায়, প্রতারক দম্পত্তি তাদের শিশুসন্তান কোলে নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা মেডিক্যালের পেছনের ব্যাপ্টিস্ট মিশন রোডে যাওয়ার কথা বলে চলতি পথে এ ঘটনা ঘটিয়েছে। আহত অটোরিকশাচালক নগরীর পশ্চিম কাউনিয়ার বাসিন্দা হুমায়ুন (৪০)।
আটকরা হলেন-মাসুম হাওলাদার (৩০) ও তার স্ত্রী সাথি (২৩)। মাসুম বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লার হাওলা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। সাথি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা