রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু
- রাজশাহী ব্যুরো
- ২৯ এপ্রিল ২০২৪, ০১:০১
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিখোঁজ শিশুও মৃত্যুবরণ করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার রেলবাজার খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুর নাম উসমান আলী (১৩)। সে উপজেলার মহিশালবাড়ি সাগরপাড়া মহল্লার ওমর আলীর ছেলে। অপর নিখোঁজ শিশু সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। সে একই এলাকার প্রবাসী নাসির উদ্দিনের ছেলে। দু’জনই মহিশালবাড়ি আল-ইসলাহ ইসলামী অ্যাকাডেমির ছাত্র। এ নিয়ে চলতি এপ্রিলেই রাজশাহীতে পানিতে ডুবে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে শনিবার মোহনপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এর আগে ২৩ এপ্রিল পবা উপজেলার শ্যামপুর বালুঘাট এলাকায় পদ্মায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়। ২১ এপ্রিল একই উপজেলার হরিপুরে নদীতে ডুবে এক কিশোর ও এক তরুণের মৃত্যু হয়। ২০ এপ্রিল বাঘা উপজেলায় নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়। ১৯ এপ্রিল একই উপজেলায় এক শিশু নদীতে ডুবে মারা যায়। তার আগে ১৪ এপ্রিল আরো দুই শিশু পদ্মা নদীতে ডুবে মারা যায়।