শোক সংবাদ : মাওলানা আবদুস শাকুর
- ২৯ এপ্রিল ২০২৪, ০১:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, পাবনা জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সেক্রেটারি, পাবনা ইসলামিয়া মাদরাসার সহকারী অধ্যাপক, দারুল আমান ট্রাস্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুস শাকুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গতকাল ৪৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গিয়েছেন। সন্ধ্যা ৭টায় দারুল আমান ট্রাস্ট মাঠে জানাজা শেষে তাকে পাবনা আরিফপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
তার ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান শোকবাণীতে বলেন, মাওলানা আবদুস শাকুরের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি একজন আদর্শ শিক্ষক এবং খতিব হিসেবে সমাজের মানুষকে কুরআনের সঠিক শিক্ষা দিয়েছেন। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তেকালে শোক প্রকাশ করছি। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা