ইউপি চেয়ারম্যানের সম্পদ বিবরণী চেয়েছে দুদক
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ এপ্রিল ২০২৪, ০০:৫৬
অবৈধ আয়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার পরিবারের সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে তাদের ‘হঠাৎ হওয়া সম্পদ’ দেখে বিস্ময় করেছে খোদ দুদক কর্মকর্তারাই। অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যান সরকারি খাস জমি ও নদী-খাল দখল করে ইটভাটা তৈরি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, স্কুল-কলেজে নিয়োগবাণিজ্যসহ বিভিন্নভাবে অবৈধ প্রক্রিয়ায় বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সরকারদলীয় পদ পদবিতে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন তারা।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের নাম সাবদার হোসেন মোল্লা। তিনি উপজেলার উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান। তার স্ত্রী তোতা খাতুন, তিন ছেলে মো: শাহীন হোসেন, মো: মেহেদী হাসান, মো: শামীম হোসেন, মেয়ে সেলিনা খাতুনের সম্পদের তথ্য চেয়েছে কমিশন। সাবদার হোসেন মোল্লার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর ধরে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভিজিএফ, কাবিকা, ভিজিডি, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা