শোক সংবাদ
- ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
পিএনপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল
পিএনপি চেয়ারম্যানের মা মির্জা ফিরোজা খাতুন গতকাল শুক্রবার বেলা ৩টায় ঢাকার বাসাবোর নিজ বাসায় ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। আজ শনিবার সকাল ৭টায় তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
মাহতাব উদ্দিন আকন
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা শহরের কাপড় ব্যবসায়ী ও উপজেলা সদরের জয়খালী গ্রামের বাসিন্দা মাহতাব উদ্দিন আকন আর নেই। বৃহস্পতিবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠান আকন টেইলার্সে বসে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বজনরা তাকে বাসায় নিয়ে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
তারেক হাসান
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের সাবেক জিএস ও সাবেক ছাত্রদল নেতা তারেক হাসান (৫০) গত বৃহস্পতিবার বিকেলে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা গফরগাঁও উপজেলার ধামাইল পূর্বপাড়া জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।