মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
- মেহেরপুর প্রতিনিধি
- ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৬
মেহেরপুরে মানব পাচার মামলায় জাহিদুল মেম্বার ওরফে জাহিদুল হক নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম এ রায় দেন। সেই সাথে দশ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুবছর কারাদণ্ড দেয় আদালত। সাজাপ্রাপ্ত জাহিদুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের উত্তর উজিলপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় দেয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী রেবা খাতুন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরির সুবাদে আসামি জাহিদুল মেম্বার ওরফে জাহিদুল হকের সাথে ভিকটিমের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে জাহিদুল হক রেবাকে ৫০ হাজার টাকায় জর্ডানে ভালো চাকরিতে প্রেরণের প্রস্তাব দেয়। সরল বিশ্বাসে রেবা খাতুন জাহিদুলের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। পরে ২০১৪ সালের ১০ অক্টোবর রেবা খাতুনকে জর্ডানে পাঠানোর উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান। চারদিন পর রেবাকে রেখে জাহিদুল চলে যায়। আজ হবে কাল হবে করে ঘোরাতে থাকে। পরে রেবা খাতুন টাকা ফেরত চাইলে জাহিদুল টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রেবা খাতুনকে পাচারের অভিযোগে রেবার ভাবি গাজু খাতুন আসামি জাহিদুল হকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মেহেরপুর সদর থানার তৎকালীন এসআই দুলু মিয়া ও এসআই ফারুক হোসেন তদন্ত করেন। তদন্ত শেষে আসামি জাহিদুল হকের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে অভিযোগপত্র দাখিল করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা